Posts

করোনা কালীন আনসারের ভূমিকা

Image
করোনা ভাইরাসরে পর থেকে বদলী নাই দূর ভোগে সাধারণ আনসার।পি,সি অনেক দিন এক স্থানে থাকায় আনসারের উপর অত্যাচার নির্যাতন বেড়ে গেছে। জীবন দূবিসহ হয়ে উঠছে নারায়ণগঞ্জ জেলা , ঢাকা মহানগর, সহ বিভিন্ন জেলায় , অনেক পি,সি,এক নাগাড়ে ১৬ থেকে ২৫ মাস এক স্থানে আছে । এর কারনে সাধারণ লোকজন ও নেতা সাথে জড়িয়ে পড়েছে। সেই সাথে আনসার সদস্যদের বদলী না করায় । বাহিনীর গোপন তথ্য ফাঁস হচ্ছে। দিন দিন আনসার ক্যাম্পে বিরুদ্ধে অভিযোগ তৈরি হচ্ছে। তাই কঠিন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে হয়। কঠিন জীবন কিন্তু বেতন রেশনের টাকা হরিন লুট । কোন স্কেল ঘোষণা হলো না। বাংলাদেশ সাধারণ আনসারের সমস্যা ১) প্রতি মাসে রেশন বাদে ম্যাচ জমা দিতে হয় ৫০০থেকে ১০০০টাকা ২) ছুটির জন্য ১০০০থেকে১৫০০টাকা ৩)পি,সির ও অফিস খরজ মাথাপিছু১০০থেকে ২০০ টাকা। সাধারণ আনসারের বেতন:- এক জন আনসার সদস্যদের বেতন মাত্র ১৩০০০টাকা এর মধ্যে থেকে এই পি,সি ও এ,পি,সি থানা অফিসার, জেলা স্যার সহ কত যে তাল বাহানা । এই সমস্যা সরাসরি সরকারের পদক্ষেপ গ্রহণ করতে হবে। (তথ্য কি নারায়ণগঞ্জ)

বাংলাদেশ আনসারের মেসের টাকা হরিন লুট, বদলী বন্ধ

Image
সাধারণ আনসারের টাকা লুটের মহড়া শুরু ও নির্যাতন । বাংলাদেশে আনসার বাহিনীর সদস্যদের মধ্যে সাধারণ আনসার সবhttps://www.facebook.com/groups/590643105218386/permalink/661532391462790/?app=fbl থেকে বেশী নিয়ামতের শিকার হচ্ছে। বিভিন্ন জেলায় তাদের রেশনের টাকা লুটে ফুটে উপর মহল থেকে শুরু করে ।নিচ পি,সি.এ,পি,সি পর্যন্ত। আজ আমরা এই লুটপাট চলছে সব জেলা । ছুটির টাকা ৫০০অথবা ১৫০০ । থানা অফিসার ও টি,আই ১০০টাকা প্রতি মাসে।মাসে খাবার জন্য জমা ৫০০ থেকে ১৫০০টাকা। বাংলাদেশ আনসার সদস্যদের এই সমস্যার জন্য সরকারের কেন পদক্ষেপ গ্রহণ করুন। আনসার বেশি সমস্যা:- বাংলাদেশ রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ জেলা , পি,সি ও এ, পি,সি দের কোন বদলী নাই এর কারনে আনসারের উপর নির্যাতন বেশি হচ্ছে,এমন আছে ২৪মাস কোন বদলী ।

বাংলাদেশকে বাঁচাতে অঙ্গীভূত সাধারণ আনসার শতাধিক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে

Image
অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য বাংলাদেশের ক্রান্তিকালে পাশে এসেছে সকল বাহিনী এদের মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে পুলিশ পরে আক্রান্ত হয়েছে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য । এমতাবস্থায় দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করেছে অঙ্গীভূত আনসার সদস্য করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে শতাধিক । যাদের মধ্যে করোনা ভাইরাস হয়েছে তারা তাদের অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন । আবার কেউ ভরে বসে আছে । অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য বেশি আক্রান্ত হয়েছে ঢাকা মহানগর , চট্টগ্রাম , কুমিল্লা জেলা,সহ বিভিন্ন স্থানে এই করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে । যেখান থেকে বেশি আক্রান্ত হয়েছে হাসপাতালে, হাইওয়ে ডিউটি অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য বেশি দেখা গেছে । এছাড়াও ব্যাংক থেকে ও হয়েছে অনেক অঙ্গীভূত আনসার সদস্য।

অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যের জীবন মূল্যায়ন নেই চৌকিদার সরকারী

Image

নতুন আক্রান্ত হয়েছে অনেক অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবনের নিরাপত্তা কি ?

Image
কি সুন্দর জীবন বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য জীবনের কোনো মূল্যে নেই । নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে । এর ফলে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য করোনাই বাড়লো রুগী । িন্তু অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবন নিরাপত্তা নিশ্চিত করতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এই অঙ্গীভূত আনসার সদস্য কি দেশের নিরাপত্তা বাহিনীর নামে একটা আগাছা না কি । আজ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে হবে । তাই আজ জাতির বিবেকের কাছে প্রশ্ন। অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য দাবি :-----++++ ,,,,,,,,,,,,,,,,,,++++++++++,,,,,,,,,,,,,,,,,,,,,,, ১) অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জাতীয় করন করতে হবে । ২) অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে বেতন-ভাতা সমন্বয় করতে হবে । ৩) মুত্যু ভাতা বৃদ্ধির সহ আমরন ভাতা প্রদান করেন হবে । ৪) অঙ্গীভূত সাধারণ আনসার ঝুঁকি ভাতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য জীবন বাজী রেখে কাজ করার কারনে বর্তমানে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে অনেক অঙ্গীভূত আনসার সদস্য । কিন্তু তাদের সঠিক মূল্যায়ন করতে পারেনি বাংলাদেশ সরকার। ১৯৭১ সালে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ

করোনা ভাইরাস আক্রান্ত অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য

Image
বাংলাদেশ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।আজ মারা গেলে তাদের পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে। আজ বাংলাদেশ বিভিন্ন জেলায় অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যের জীবন ঝুঁকিপূর্ণ। তাদের মধ্যে ঢাকা মহানগর, সিলেট জেলা, চট্টগ্রাম বিভাগ সহ  ।  যে কথা গুলো বলা প্রয়োজন:-- ১) অঙ্গীভূত সাধারণ আনসার মৃত্যু ও ঝুঁকি ভাতা কম/ নাই ২) অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য বেতন-ভাতা কম ৩) অবসান কোনো তহবিল নেই ৪) বেশন কম দামে কম ঢাকা:- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৯ জন চিকিৎসক এবং ১৫ জন নার্সসহ মোট ৩০ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. কাজল কুমার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন ডা: তৌহিদ আহমদ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যাংক কর্মকর্তার গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায় এবং আনসার সদস্যের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। তারা দুজনই কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ভাড়া বাসায় থাকতেন। মৌলভী বাজার :- উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত দুইজনের বাসা লকডাউন করে

জীবনের নিরাপাত্তা নেই অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের

Image
বাংলাদেশ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবনের নিরাপত্তাহীন অবস্থায় চলছে এই বাহিনীর সদস্যরা । দেশের বিভিন্ন স্থানে যেমন  :--++- ১) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ২)কোয়ারেন্টিন ক্যাম্প ঢাকা ৩) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হাসপাতাল ( পিজি) ৪) সরোয়ারদি হাসপাতাল ঢাকা মোহম্মদ পুর ৫) চীন  বাংলাদেশ হাসপাতাল সহ বিভিন্ন ঝুঁকি হাসপাতালে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে কাজ করেছে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য কিন্তু তাদের সঠিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয় নাই। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় নিয়োজিত অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবনের নিরাপত্তাহীন অবস্থায় চলছে। সারা বিশ্ব মহামারী করোনা ভাইরাস নিয়ে কঠিন দিন পার করছে এই সময় সরকারের আর একটি সমস্যা হলো চোর সমস্যা। বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না হলে এই মহামারী আনসার সদস্য মাঝে ছড়িয়ে পড়তে পারে। আর একটি সমস্যা হলো:-++++++++++ ১) অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য আমরন বেতন-ভাতা পাই না এরা । ২) এদের পারিবারিক ভাতা রেশন নাই এঁদের । ৩) এরা চৌকিদার সরকারী হয় কিন্ত