পিসি মো:নুর আলম বিরুদ্ধে অভিযোগ। কক্সবাজার মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র।

 পিসি মো:নুর আলম বিরুদ্ধে অভিযোগ।

কক্সবাজার মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র।




আমরা কক্সবাজারে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্য।বর্তমানে ক্যাম্পে পিসির দুর্নীতি ভয়াবহ রুপ ধারণ করেছে।আমরা আনসার সদস্য প্রতিদিন পিসির নির্যাতনে শিকার হচ্ছি।পিসির বক্তব্য সে নাকি ৩,৫০,০০০/= (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা)খরচ করে ক্যাম্পে যোগদান করেছে।

পিসির নির্যাতন ও দুর্নীতি তালিকা

১/ছুটি গেলে ১,০০০/= টাকা দিতে হয়।সেক্ষেত্রে বাকি হয় না।নগদ টাকা দিয়ে ছুটি পাশ করতে হয়।


২/মাসিক ছুটি জনপ্রতি ৯,০০০/= টাকা।মাসে ১,৫০,০০০/ লক্ষ টাকা উপরে হাতিয়ে নিচ্ছে।কম বেশি ১৫ হতে ২০ জন আনসার মাসিক কন্ট্রাক ছুটি থাকে।তারা বাড়িতে নিজস্ব দোকানপাট চালিয়ে নিচ্ছে।যা ক্যাম্পের কোন খোঁজখবর নেই তাদের।


৩/৬ মাস পরপর ৪,০০০/ হইতে ৫০০০/ টাকা দিয়ে রেনু করার লাগে।যা আমাদের পরিবার চালাতে সমস্যা সম্মুখীন হতে হচ্ছে।


৪/রেশনের কোন খবর নেই।তার মত করে হিসাব করে ক্যাম্প পরিচালনা করে যাচ্ছে।


৫/আমরা ৮ ঘণ্টা ডিউটি করে ১৬ ঘণ্টা রেশ পাই না।


৬/ক্যাম্পে অর্ধেক আনসার ছুটিতে রাখে।যার ফলে আমাদের টানা ডিউটি করার লাগে।


৫/এখানে ২ টা ক্যাম্প আছে ১০ নাম্বার ক্যাম্প আর ১৩ নাম্বার ক্যাম্প।১০ নাম্বার ক্যাম্পে রাতে ডিউটি করে রান্না কাজ করতে হয়।তদ্রূপ ১৩ নাম্বার ক্যাম্পেও আ শিপ যারা করে তাদেরকে পরের দিন রান্নার কাজ করতে হয়।১০ নাম্বার ক্যাম্পে লোক থাকে ১০ জন।কিন্তু ৩ হইতে ৪ জনের পর বাকিগুলো উদাও।মানে মাসিক কন্ট্রাক থাকে।


৬/পিসি নিজস্ব লোক থাকায় তারা (আনসার) পিসির পক্ষপাতিত্ব করে সুযোগসুবিধা ভোগ করে যাচ্ছে।

প্রতিটি কথা পিসি বদলি ভয় দেখিয়ে ধামাচাপা দিয়ে রাখে।যা আনসারদের সাহজ জোগায় না।


>>>স্যার আমরা অসহায় অঙ্গীভূত আনসার আপনাদের প্রতি আমাদের গবীর বিশ্বাস এবং আস্তা আছে যে, আমরা পিসির নির্যাতন ও দুর্নীতির সুস্হ বিচার পাবো।


মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র আনসার ক্যাম্প।আমি বাংলাদেশ আনসার বাহিনীর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই পিসিকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোকআমি বাংলাদেশ আনসার বাহিনীর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই পিসিকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক

            যদি সে ৩,৫,০০০০ টা. চাকরি থেকে ব্লগ সহ কালো তালিকা করে ডিপার্টমেন্ট থেকে বিদায় করে দেওয়া উচিত সেক্ষেত্রে বাংলাদেশে এরকম দুর্নীতিবাজ থাকবে এরকম আশা করিনি দুর্নীতিমুক্ত দেশ মাননীয় প্রধানমন্ত্রী করবেই।এই পিসির জন্য কঠিনভাবে শাস্তি হয় উনাকে দেখে অন্যান্য পিসিরা জানো এই কর্মকান্ড করতে ভয় পাই কারণ এ দের জন্য আনসারদের অনেক নির্যাতন সহ্য করতে হয় দিয়ে সিসি করে থাকে তাহলে জেলা কমান্ডেন্ট তার সঠিক বিচার করবে না,,যদি পারেন তাহলে কয়েকজন লিখিতভাবে প্রধান কার্যালয় ঢাকাতে রিপোর্ট করেন।।সাথে অবশ্যই অনুলিপি দিয়ে তার এক কপি ফটোকপি নিজেদের কাছে রাখবেন।।আল্লাহ যেন জুলুমকারীদেন হেদায়েত দান করেন আমিন

Comments

Popular posts from this blog

৪০ মত সমাবেশ অঙ্গীভূত সাধারণ আনসার উন্নয়ন জোয়ার হলো

চায়ের দোকানদার প্রধানমন্ত্রী হলে কি হয়, ভারতের চীন ও ইরান হুমকি

ভারতের মসজিদ ভেঙ্গে দিলে মুসলিম বিশ্বের এক হও ভিডিও শেয়ার করুন