অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যের জীবন মূল্যায়ন নেই চৌকিদার সরকারী
বাংলাদেশ সরকার কর্তৃক বিবেক বুদ্ধি উবে গেছে সত্যি কার বন্ধু চিনলো না।
বাংলাদেশ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবন বাজী রেখে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় জোর দার দার করতে গিয়ে আজ অঙ্গীভূত সাধারণ আনসার জীবন নিয়ে কঠিন বিপদ। আজ বাংলাদেশ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদে মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।
আজ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য
এই জীবন দানের মাধ্যমে মূল্যায়ন হলো
কি।
বর্তমানে চৌকিদার সরকারী হয়ে যায়।
১)যাদের কোনো প্রশিক্ষণ কর্মশালা নেই
২) তাদের শিক্ষার হার নেই
৩) সুঠাম দেহের নেই
তার পরেও সরকারী।
অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য:--+
১) প্রশিক্ষণ কর্মশালা কঠিন দিবস
২) দেশে বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিত কাজ করেছে।
৩) শিক্ষা হার ১০০%
৪) সুঠাম দেহের অধিকারী ।
৫) সকল বাহিনীর সাথে যুক্ত হয়ে ডিউটি করার ক্ষমতা ।
৬) সকল আধুনিক অস্ত্রে সজ্জিত আছে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য।
তবুও নির্যাতন নিপীড়ন চলছে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবন ঝুঁকিপূর্ণ যেনেও দেশ নিরাপত্তার স্বার্থে কাজ করেছে অঙ্গীভূত সাধারণ আনসার।
বিভিন্ন ঝুঁকি হাসপাতালে জননিরাপত্তা নিশ্চিত করেছেন।
Comments
Post a Comment