সীতাকুণ্ডে PHP তে দূর্নীতি শুরু পি,সি গোতম



সীতাকুণ্ড PHP তে করা দূর্নীতির পুনরাবৃত্তি
চট্টগ্রাম এডমিন জোন এর আওতাধীন দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র সাতকানিয়া, চট্টগ্রাম।

উক্ত ক্যাম্প অতিত থেকেই পিসি/এপিসি, টিআই/থানা অফিসার, মনিটরিং কর্তৃক দূর্নীতি সংস্থার ডিউটি পোস্ট দুই কিলোমিটার দূরে হেঁটে অথবা নিজ খরচে যাতায়াত সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত যা জেলা অফিস অবগত।



কিন্তু ডিসেম্বর/২০২১ তারিখে পিসি শ্রী গৌতম দাস স্মার্ট কার্ড (নং-১৮১৯৮) যোগদান করার পর আরো দৃঢ় সমস্যা উদয় হয়েছে যার কারণে যেকোনো সময় ক্যাম্পে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

সমস্যা বিস্তারিত তুলে ধরা হলো অতিত এবং বর্তমান।

অফিসে যাতায়াত খরচ অতিতে ছিলো (১৫পনের) শ টাকা, বর্তমানে (২দুই) হাজার টাকা কারণ ওনার বাইক আছে তৈল খরচ বেশি লাগবে।

মেস থেকে অতিতে পিসি কোনো টাকা নিতো না বর্তমানে পিসি নিচ্ছে ২৪০০শ টাকা, সবার জন্য ছুটি অতিতে (১১এগারো) দিন (৩তিন) শ টাকা বর্তমানে (৫পাঁচ) শ টাকা যাদের মেয়াদ উত্তির্ন তাঁদের কাছে থেকে ৭০০/১০০০ টাকা, মিচুয়াল ডিউটি আগে ছিলো (২দুই) শ টাকা বর্তমানে ২৩৪ টাকা, মনিটরং টিআই বাবদ (২দুই) হাজার টাকা,

গুরুত্বপূর্ণ একটা বিষয় হইলো নিয়ম বহির্ভূত মেসে সংস্থার (৩তিন) জন লোক মেসে তিন বেলা খায় বিনিময়ে জন প্রতি (৩তিন) হাজার টাকা দেয় (৩তিন) জনে মোট (৯নয়) হাজার টাকা দেয় এখান থেকে ৫০% পিসিকে দিতে হয়, আনসার সদস্যরা মেহমান বাদ দিতে চাইলেও পিসি গৌতম দাশ নিজের লাভের জন্য বাদ দিতে চাই না,

আসলে মেসে মেহমান খাওয়ানোর কারণ হচ্ছে পাকাম্যানকে ২১০০শ এবং অফিস খরচ এর টাকা দিতে হয় তাই সাশ্রয় হওয়ার জন্য মেহমান খাওয়ানো হয়।

সম্প্রতি বেতন বৃদ্ধি পাওয়ায় পিসির দাবী ছুটির টাকা (১এক) হাজার এবং মিচুয়াল ডিউটি (৩তিন)শ টাকা এবং অফিস খরচ আরও বাড়াতে হবে,

এখন প্রশ্ন হচ্ছে আনসার ডিপার্টমেন্ট বেতন বৃদ্ধি পেয়ে কি পিসিদের দূর্নীতির সুযোগ আরও বৃষ্টি পেয়েছে?

এই অনিয়ম গুলো লিখতে গিয়ে (২৪চব্বিশ) জন আনসার সদস্যের নিরব আর্তনাদ শুনতে পেয়েছি এবং শুনতে পেয়েছি (২৪চব্বিশ) জন আনসার সদস্যের পরিবারে লুকায়িত কান্না, হে ভাই এই ভাবেই সারা দেশে কিছু লোভী পিসি/এপিসি/অফিসার আনসার সদস্যদের সামান্য উপার্জন ধ্বংস করে ফেলছে।

সরেজমিনে গিয়ে আনসার সদস্যদের সাথে কথা বলে এই অনিয়ম ও দুর্নীতির কথা গুলো তুলে আনা হয়েছে সকল তথ্য ১০০% সত্য।

এই অনিয়ম ও দুর্নীতি বন্ধে চট্টগ্রামের মাননীয় জেলা কমান্ড্যান্ট আশ্রাফ সিদ্দিকী স্যারের হস্তক্ষেপ কামনা করেছেন আনসার সদস্যরা।

Comments

Popular posts from this blog

৪০ মত সমাবেশ অঙ্গীভূত সাধারণ আনসার উন্নয়ন জোয়ার হলো

চায়ের দোকানদার প্রধানমন্ত্রী হলে কি হয়, ভারতের চীন ও ইরান হুমকি

ভারতের মসজিদ ভেঙ্গে দিলে মুসলিম বিশ্বের এক হও ভিডিও শেয়ার করুন