সাধারন আনসারের নতুন করে কি দিকে
যদি কোন উন্নতি না করতে পারি আমাদের সাধারন আনসার ডিপারমেনট কে তাহলে আর কোন সরকার এর দারা সম্ভব না বা আশা ও করতে পারবেন না,আপনারা সবাই যদি একটু সাহস দেখিয়ে নামতে পারেন তাহলে কাজ হবে আমাদের ৩ বছর পর পর ৬/৮/১০ মাস রেস্ট নামক যন্ত্রনা থেকে মুক্তি দিতে হবে।তারপর আমাদের কিছু বেতন বাড়াতে হবে, যদি না পারেন তাহলে আমাদের ৮ ঘণ্টা ডিউটি শেষে আমাদের কে ছেড়ে দিতে হবে,আমাদের ফ্যামিলি এই সামান্য ১৩০০০ টাকা দিয়ে চালানো সম্ভব হচ্ছে না,অতএব আমরা ৮ ঘণ্টা দিউটি শেষে সবাই রিকশা চালাবো বা কামলা দিবো বা গাড়ির হেল্পারি করবো আমাদের নিজ নিজ পোশাক পরিধান করে এই কাজ গুলা করবো জাহাতে সবায় জানে আনসার সদস্য গন তাদের ফ্যামিলি চালাতে রাস্তাঘাটে নেমে পড়েছে। আর আমাদের যদি মাঠে নামতে বাধা দেয় পিছি ও এপিছি রা তাহলে ওইখান থেকেই শুরু করুন শত্রুর বিরুদ্ধে প্রতিঘাত, নিজের ভালো পাগল রা ও বুঝে কিন্তু জানোয়ার পিছি গুলা বুঝে না,আমরা তো মারামারি চাইনা চাই সুধু শান্তিপুরনো মিছিল করতে, আমাদের সামান্য দাবি গুলা জানাইতে। সবাই এক হোন খুব তাড়াতাড়ি, সবাই মাস্ক পরিধান করে আসবেন ২১ ফেব্রুয়ারি সব জেলার রাস্তাঘাটে প্রেসক্লাব এর সামনে, কেও খারাপ চোখে দেকভেন না আমার কথা গুলা অনেক কষ্টে লিখেছি। ভুল হইলে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে
কাজের বেলায় সাধারন আনসার লাগে আর পদোন্নতির জন্য ব্যাটেলিয়ান পারিবারিক রেশন পায় সাধারন আনসার কিছুই পায় না দরকার কিবউ পোলাপান নাই ফ্যামিলি নাই কিছু লাগবেনা তো সবকিছু ব্যাটেলিয়ানে দেওয়া হোক ওরা তো গরিবস্যার সবাই আমরা মানুষ তাহলে কেন এত ভেদাবেদ, আমরা ৭৫ হাজার আনসার এবং তাদের পরিবার আপনের দিগে তাকিয়ে আছে আর আপনি তাদেন রিজিকের মালিক ,স্যার এই সম্মান্য বেতন দিয়ে কি সংসার চালানো সম্ভব বতমান সব কিছুর মূল্য বেশি, আমাদের প্রতি একটু দয়াকরোন, সব কিছু শুধু বেট্রেলিয়ান পাই এ কেমন বিচার এক মায়ের ২ সন্তান ২ বিচার ,আপনি আমাদের গব কারন আমি সেনাবাহিনীর তাই সুষ্ঠু নিরপেক্ষ বিচার পাব ।
Comments
Post a Comment