অঙ্গিভুত আনসার জীবন কঠিন কষ্ট মুক্তি হবে
একজন দিন মজুর ৮ ঘন্টা পরিশ্রম করে দৈনিক কমপক্ষে ৫০০ টাকা উপার্জন করে।রাতে পরিবার পরিজনদের সাথে ঘুমায়, আর একজন (অংগীভুত সাধারণ আনসার) ৮ ঘন্টা ডিউটি করে পরিবার পরিজনদের ছাড়া একা একা ২৪ ঘন্টা ক্যামপে উপস্থিত থেকে দৈনিক ৪৩৫ টাকা বেতন পান।অন্যান্য বাহিনীর রেশনিং ব্যাবস্থা অনেক পদের কিন্তুু আনসারদের (ডাল,চিনি) দেয় না। সব কিছু থেকেই তাদের কে বনচিত করা হচ্ছে। এগুলো দেখার জন্য সু হৃদয়বান কোন কর্ম কর্তার সুদৃষ্টি আকর্ষণ করছি!!!।আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটা সুষ্ঠু বিচার মাননীয় মহোদয় এর কাছে আমাদের আবেদন তিনি যেন আমাদের আবেদনটি মঞ্জুর করেন। আমাদের কাছ থেকে বিভিন্ন কথা বিভিন্ন বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। ছুটিতে যাইতে গেলে 1000 টাকা 1000 টাকা বিবি বাচ্চা নিয়ে আমরা কিভাবে চলবো। আমাদের অফিসাররা সব সময় তাদের নিজের পকেটে ভরার জন্য নিজেরা দুর্নীতি অবরুদ্ধ করছো আমাদের প্রতি জুলুম অত্যাচার শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি নিম্নমানের পোশাক নিম্নমানের সবকিছু দিকে তিনি গুরুত্ব দেন যেন আমাদের যে বেতন দেয় বাজারমূল্য এটা সরকারের কোন দোষ নেই জানি। এটা সারাদেশের জেলা অধিনায়ক গুলোই কৌশলে সাধারন আনসারদেরকে দমিয়ে রেখে প্রতিনিয়তই বদলি বানিজ্য, ওফার বানিজ্য,, রেশনের ঘাটতি বানিজ্য, করে যাচ্ছেন। অরে বাবা ঘুষের টাকাও দিতে হবে আরো থানা কর্মকর্তাদের সাথে কথার মাধ্যমে। অধিনায়কের ভাবদেখলে রক্তে আগুন জলে,আবার ব্যাটালিয়ান আনসাদেরকেও সেট করে রেখেছেন জেলার প্রতিটি অফিসে তারাও থুরামুরা চামচামি করে খাচ্ছে। এককথায় অসাধারণ এক নিরবে সাধারণ আনসারদের পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া।আর পিসি এপিসিদেরকেও রেখেছেন তারা কোনঠাসা করে। কারন বড় জনবলের ক্যাম্পে পোষ্টিং নিতে গেলেই গুনতে হবে বড় এমাউন্টও একযোগে। নইলে কিছু নিয়ে ছোট্ট ক্যাম্পেই পড়ে থাকতে হবে। এতেকরেও আনসার সদস্যদের সাথেও পিসি এপিসিদের ভিতরগত সম্পর্কে টানাপোড়ান চলমান। মজার একটা নিরব খেলায় নিমজ্জিত সাধারণ আনসার বাহিনীর ভিতরে। হতবাক জীবনী। আমরা কিভাবে চালাবো সংসার পোলা পান নিয়ে কি ভাবে চলবো তাই আমাদের বেতনের দিকে এবং আমাদের উন্নয়ন করার জন্য রেস নামক অভিশাপ থেকে মুক্তি করার যেনো এ আনসার বাহিনী মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার সময় অনেক ভূমিকা রাখে আর তার আজকে অবহেলা লাঞ্ছিত তুচ্ছতার সিলিকন এখন শেখ মুজিবুর এর মূল্য দিয়েছিলে
আল্লাহ ভাইকে ওদের বিচার করুক
ReplyDelete