অঙ্গীভূত সাধারণ আনসারের কঠিন প্রশিক্ষণ কর্মশালা কিন্তু চৌকিদার সরকারী আনসারের খবর কি
বাংলাদেশ সেরা বড় বাহিনী আনসার বাহিনী এর মূল অংশ হিসেবে আছে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য । এদের কঠিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কিন্তু সত্য বলতে অঙ্গীভূত সাধারণ কোন মূল্যায়ন করা হয় না বরং তাদের কঠোর নিজাতন করা হয় । ৩ বছর চাকরি করার পর রেশ থাকতে হয় ১০ থেকে ১২ মাস । অঙ্গীভূত সাধারণ আনসার কোন মূল্যায়ন নেই কিন্তু প্রতিমাসে ৫০০টাকা কেটে রাখে । অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের দিয়েই কঠিন কাজ করানোই হয়।
কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সাথে মোতায়েন রয়েছে বাংলাদেশ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য । যেমন রেলওয়ে, বিমান বন্দরে, বিভিন্ন স্থানে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য কাজ করেছে । কিন্তু কোন মূল্যায়ন নেই।
আবার চৌকিদার সরকারী হয় অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য আগে । আজ সত্যি কি নেই দেশে। জাতির বিবেকের তাড়না হয় না।
Comments
Post a Comment