চৌকিদার সরকারি হলো কিন্তু অঙ্গভূত সাধারণ আনসারের সরকারি হবার নাম নেই

চৌকিদার সরকারি হতে যাচ্ছে ।যারা ১৯ থেকে ২০ গ্রেড । কিন্তু অঙ্গভূত সাধারণ আনসারের সরকারি হবার নাম গন্ধও নেই । অঙ্গভূত সাধারণ আনসারের সরকারের অধীনে ৩৬ মাস  অর্থাৎ ৩ বছর চাকরি করে থাকে । এর পর ৬ থেকে ১২ মাস  এছাড়া বেতন বিহীন বাড়িতে বসে থাকতে হয় । কিন্তু তাদের৩ মাস ট্রেনিং দিয়ে থাকে সরকার । এই অঙ্গীভূত আনসার সদস্যরা অনেক আছে  S.SC/ H.S.C সহ ডিগ্রিধারী ব্যাক্তি চাকরি করছেন অঙ্গভূত সাধারণ আনসারের । আবার সরকারি অফিস আদালত রেলওয়ে স্টেশনে পাঁচতারা হোটেল ডিএমপি কমিশনার সহ বিমান বন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এই অঙ্গীভূত আনসার সদস্যরা ।

           অঙ্গভূত সাধারণ আনসারের যোগ্যতা:-

১) অঙ্গভূত সাধারণ আনসার সুঠাম দেহের অধিকারী ।
২) অঙ্গভূত সাধারণ আনসার ট্রেনিং প্রাপ্ত ।

৩) অঙ্গভূত সাধারণ আনসার অনেক লেখা ও পড়া জানে । যেমন ( S.S.C/H.SC  মাষ্টার ডিগ্রি অর্জন আছে তার ৯৮% পিরাই ।
 
৪) অঙ্গভূত সাধারণ আনসার ৩ টি মেশিন পরিচালনা করতে পারে ।


৫) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে  নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পারে ।
অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের সঙ্গে পার্থক্য আমরা আলোচনা করবো। তাদের সুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদেশ মান্য করা


১) চৌকিদার লেখা-পড়া নাই  ।
২) চৌকিদারের ট্রেনিং নাই ।
৩) চৌকিদারের অস্ত্র-গুলি নাই ।
৪) সুষ্ঠু দেহ নেই ।
কি আলোচনা কি

Comments

Popular posts from this blog

৪০ মত সমাবেশ অঙ্গীভূত সাধারণ আনসার উন্নয়ন জোয়ার হলো

চায়ের দোকানদার প্রধানমন্ত্রী হলে কি হয়, ভারতের চীন ও ইরান হুমকি

ভারতের মসজিদ ভেঙ্গে দিলে মুসলিম বিশ্বের এক হও ভিডিও শেয়ার করুন