Posts

Showing posts from April, 2020

জীবনের নিরাপাত্তা নেই অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের

Image
বাংলাদেশ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবনের নিরাপত্তাহীন অবস্থায় চলছে এই বাহিনীর সদস্যরা । দেশের বিভিন্ন স্থানে যেমন  :--++- ১) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ২)কোয়ারেন্টিন ক্যাম্প ঢাকা ৩) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হাসপাতাল ( পিজি) ৪) সরোয়ারদি হাসপাতাল ঢাকা মোহম্মদ পুর ৫) চীন  বাংলাদেশ হাসপাতাল সহ বিভিন্ন ঝুঁকি হাসপাতালে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে কাজ করেছে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য কিন্তু তাদের সঠিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয় নাই। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় নিয়োজিত অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবনের নিরাপত্তাহীন অবস্থায় চলছে। সারা বিশ্ব মহামারী করোনা ভাইরাস নিয়ে কঠিন দিন পার করছে এই সময় সরকারের আর একটি সমস্যা হলো চোর সমস্যা। বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না হলে এই মহামারী আনসার সদস্য মাঝে ছড়িয়ে পড়তে পারে। আর একটি সমস্যা হলো:-++++++++++ ১) অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য আমরন বেতন-ভাতা পাই না এরা । ২) এদের পারিবারিক ভাতা রেশন নাই এঁদের । ৩) এরা চৌকিদার সরকারী হয় কিন্ত

অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবন ঝুঁকিপূর্ণ নিরাপার আইন চাই

Image
বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য সংখ্যার দিক থেকে বিশ্বের বড় বাহিনী । আজ এতো পুরাতন বাহিনী  হওয়ার পরেও এই অঙ্গীভূত আনসার সদস্য জীবন আজ ঝুঁকিপূর্ণ নিরাপত্তার আইন নাই । বাংলাদেশ অন্যান্য বাহিনীর আইন আছে অঙ্গীভূত আনসার সদস্য জীবন যে আইন আছে এটি বর্তমানে জন্য মূল্যহীন ।         অঙ্গীভূত সাধারণ আনসার অধীকার:------- ১)  অঙ্গীভূত সাধারণ আনসার ঝুঁকি ভাতা নেই । ২)   তাদের জীবন যাপন বেতন-ভাতা বৃদ্ধির জন্য কোনো উন্নয়ন হয়নি । ৩) অবসারে কেনো তহবিল নেই ৪) রেশন বৃদ্ধি করতে হবে । বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য জীবন দিয়েছে কিন্তু কোনো উন্নয়ন হয়নি । আজ করোনা ভাইরাস মহামারী আকারে বিশ্বের সব দেশে আক্রান্ত সেই সময় চোরে লুট করা নিয়ে ব্যস্ত সরকারের অধীনে নির্বাচিতো মেম্বার চেয়ারম্যান প্রার্থী সেই সাথে সরকারের সকল কর্মকর্তা ও কর্মচারী এই ভাগাভাগির মহড়া অনুষ্ঠিত হচ্ছে । এ দিকে বিপদ অন্যদিকে চোরের উত্থাপন সরকারের বেহাল। সে দেশে শান্তি ফিরিয়ে আসবে কি বল। অঙ্গীভূত আনসার সদস্য জীবন মূল্যায়ন নেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেই বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য শহীদ হলেও সত্যি ধা

জীবন বাজী রাখার মূল ৫ কেজি অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের

Image
বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্যের জীবন বাজী রাখার মূল ৫ কেজি চাল ও কিছু ডাল এই দিয়ে মূল্যায়ন করলো । করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় নিয়োজিত অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জাতির ক্রান্তিকালে পাশে আছে। এই অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য সুরঞ্জিত করতে চাই না । এর পর বলতে চাই  বাংলাদেশ বর্তমানে প্রত্যেক জেলা ও উপজেলা এই সামান্য কিছু  দান করা হয়েছে । কিন্তু অঙ্গীভূত সাধারণ আনসার ১৯৭১ সালে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম গার্ড অফ আনার প্রদান করছিল এই ৫ কেজি চাল ও কিছু ডাল সামান্য কিছু ডাল এই জন্য কি ? স্বাধীনতা যুদ্ধের জীবন বাজী রেখে ৩৬০ জন অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবন দানে মূল্যায়ন হলো না এই দেশে । করোনা ভাইরাস মহামারী আকারে দেশ ছড়িয়ে পড়েছে। কিন্তু অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবন দিয়ে কোন মূল্যায়ন হবে না । সত্যি বলতে এই দেশের মানুষ ভালো কাজের মূল্যায়ন দিতে জানে না। অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য মনের আকুতি মিনতি করে সরকার তাদের সঠিক মূল্যায়ন করুন। করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় নিয়োজিত অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবন বাজী রেখে সরকারের বিবেক বান হবেন ।।

কঠিন জীবন বাজী অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য দেশের জন্য

Image
বাংলাদেশ করোনা ভাইরাস মহামারী আকারে দেশ কে গ্যাস করছে ।         এই সমস্যা সমাধান করতে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবন দিয়ে রক্ষা করতে চেষ্টা করছে । দিন কে দিন দেশে আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে। এখন পর্যন্ত অঙ্গীভূত আনসার সদস্য জীবন দিয়েছে । বাংলাদেশ যে খানে করোনা ভাইরাস রোগী রাখা হয়েছে সেই খানে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য ডিউটি করছে। বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য জেলা উপজেলা ও ইউনিয়ন সহ সর্ব স্থানে কাজ করছে। এই সমস্যা সমাধান করতে জীবন বাজী রেখে চলেছে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য দেশের বিপদের করে প্রমাণ করে থাকে কারা দেশ কে ভালো বাসে । এক দিকে বিপদ অন্যদিকে চোরের উত্থাপন :- Add caption                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,                চোরের মার বড় গলা                মুল্যা জাহাঙ্গীর আলম                ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,                 এ কি হলো রে দেশের হাল        আইসাছে বোধায় ধংসের কাল ।              যারা ছিলো মুখোশ ধারি সাধুর দল        এখন দেখি ওঁরাই দেশের লুটের কল ।              গরীবরা ,ভাত ভিক্ষ

করোনা ভাইরাস দেশ বাঁচাতে অঙ্গীভূত সাধারণ আনসার জীবন বাজী রেখে মেজিস্ট্রেট সাথে মাঠে আছে

Image
বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য দেশের নিরাপত্তার স্বার্থে জীবন বাজী রেখে মেজিস্ট্রেট এর সাথে যুক্ত হয়ে সরকারের আদেশ পালন করেন অঙ্গীভূত আনসার সদস্য। বাংলাদেশ বর্তমানে করোনা ভাইরাস লাফিয়ে লাফিয়ে বা হুঁ হুঁ করে বাড়ছে তাই এখনি লকডাউন করা উচিত । কিন্তু অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য বাংলাদেশ কিন্তু ঝুঁকি পূরণ এলাকায় লকডাউন করা হয়েছে। যেমন ঢাকা মহানগর, চট্টগ্রাম  , ময়মনসিংহ জেলা, আজ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবন বাজী রেখে কাজ করেছে। বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য চিরদিন সরকারের  দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন দিয়ে দেশ জাতি বাছাইয়ে আসছে আজ ও করবে। উদাহরণ :-  ১) ১৯৭১ সালে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম গার্ড অফ আনার প্রদান ২)১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের জীবন বাজী সহ জীবন  দান ৩) বাংলাদেশ ভাষা আন্দোলনের  সহ  কিছু দিন আগে হরতাল এর পর নির্বাচন অনুষ্ঠিত হবে অঙ্গীভূত আনসার সদস্য শহীদ হয়েছেন আজ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য কাজ করেছে চিরকাল থাকবে ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,          

জাতীর কল্যাণে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য জীবন বাজী রেখে কাজ করেছে

Image
বাংলাদেশ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য দেশের নিরাপত্তার স্বার্থে জীবন বাজী রেখে কাজ করেছে জাতীর কল্যাণে অঙ্গীভূত আনসার সদস্য সব সময় সরকারের সাথে ছিলো আজ ও থাকবে । দেশ লোক জন যখন ঘরে ভেতরে ঢুকে আছে অঙ্গীভূত আনসার সদস্য রাস্তায় দাঁড়িয়ে থাকা  দেশ ও জাতি বাঁচাতে। কি জানে না করোনা ভাইরাস নিজেকে ধরবে কি না এমন দেশ দরদী আর দেখি নাই । অঙ্গীভূত আনসার সদস্য বেতন-ভাতা বৃদ্ধির জাতীয় করন  অন্যান্য বাহিনীর সদস্যদের মত সম-,আধীকার রেশন ভাতা বৃদ্ধির কথা বললে তখন আর জাতির বিবেকের তাড়না দেই না বাংলাদেশ অঙ্গীভূত সাধারণ আনসার অধীকার আদায় করতে পাবে যে দিন জাতীয় বিপদে কাজ না করবে । ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,         জাতির বিবেক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, এই জাতির কবে বিবেক বুদ্ধি হবে টাকা নারী লোভে অন্ধও রবে । বিপদে উপকার ভূলে যাবে সে দিন আবার নিষ্ঠুর হবে।। বিবেক বুদ্ধি উবে যাবে ওরা দোজখের কিট হবে দুনিয়া ধন সম্পদ পড়ে রবে। বাংলাদেশ অঙ্গীভূত আনসার সদস্য এক হও

করোনা ভাইরাস থেকে দেশের মানুষ বাঁচতে জান কুরবানী করছেন অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য

Image
বাংলাদেশের মাটি মানুষের বন্ধু অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য । দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সর্বদা সচেষ্ট থাকেন এই নিভিক মানুষ গুলো । কিন্তু অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য কাজের মূল্যায়ন পান না কোনো দিন। তবুও মানুষের সেবা করার জন্য মন কাদে  । সরকারের অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য দিকে মনোযোগ দেই না কারন ‌আনসারের অফিসার ইনচার্জ বাহিনীর সদস্যদের জীবন যাপন ছিনিমিনি খেলা করে। বাংলাদেশ জাতীয় সমস্যা পড়ে তখন অঙ্গীভূত আনসার সদস্য দরকার হয়। তার কিছু নমুনা সংগ্রহ করা যায় করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় নিয়োজিত করার মধ্যে দিয়ে। অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য বেতন-ভাতা বৃদ্ধির জন্য আবেদন করা হয় তখন সেটা সরকারের বুঝা হয়ে যায় । কিন্তু অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য বাদ দিয়ে অন্য কোনো সমস্যা সমাধান করতে সর্বদা সচেষ্ট থাকেন সরকার কর্তৃক। আজ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য এমন কঠিন ঝুঁকি পূর্ণ কাজ করার দরকার নেই কারন আপনি মারা গেলে কে দেখবে আপনার পরিবার। আপনার কোনো তহবিল নেই যেটা আছে অন্যান্য বাহিনীর সদস্যদের সরকারের সকল সুবিধা পাই তারা আপনি কি পান তার জন্য জীবন বাজী রাখছেন।